শ্যামল দত্ত (যশোর) চৌগাছা প্রতিনিধিঃ
"মাদককে না বলি" নিয়মিত খেলাধুলা করি 'যশোরের চৌগাছায় শহিদ মশিশূর রহমান ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সিংহঝুলি পশ্চিম পাড়া ২ গোলে চ্যাম্পিয়ন। শুক্রবার (২০জানুয়ারি) বিকাল ৩ টার সময় সিংহঝুলি শহিদ মশিয়ূর রহামানমাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শহিদ মশিয়ূর রহমান ফুটবল একাডেমীর আয়োজনে ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সিংহঝুলি পশ্চিমপাড়া ফুটবল একাদশ ২গোলে জয় হয়েছেন, রানার আপ হয়েছে সিংহঝুলি স্কুল পাড়া ফুটবল একাদশ ১গোলে পরাজিত হনেছেন।শহিদ মশিয়ূর রহমান ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব হামিদ মল্লিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিগঞ্জ সুগার মিলের অফিসার খোকন বিশ্বাস, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল সালাম,আলামিম রহমান, সার্বিক সহযোগিতা করেন মফিজুর রহমান, মিজানুর রহমান, তাহজত হোসেন, শাহেদ শাহারিয়া রিয়ন,মনিরুল ইসলাম।রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কামাল হোসেন,ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সিংহঝুলি পশ্চিম পাড়া একাদশের সজিব।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.