চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ যশোর চৌগাছায় লকডাউনে ২দোকান খোলার অপরাধে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যামান আদালত পরিছালনা করেজরিমানা করেন।২১এপ্রিল রোজ বুধবার দুপুর ১টা থেকে ৩ টা পর্যন্ত লকডাউনের অষ্টম দিনে বাজারের মাস্ক পরিধানর জন্য স্বাস্থ্য বিধিমেনে নিত্য প্রয়োজনীয় বেচকেনা জন্য সচেতনতা করেন।লকডাউনেজামাল মটর সাইকেল ওয়ার্কসপ দোকানদার মাজাল (৩৫) ১০০০/= টাকা ও সাবিনা ইলেকট্রনিক্্র এন্ড গিফট কর্ণনার দোকানদার আব্দুর রাজ্জাক (২৯) ১০০০/= টাকা লকডাউনে দোকান খুলার অপরাধে মোট ২জনকে দুই হাজার টাকা জরিমানা করেন।লকডাউনের অষ্ঠম দিনে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইশতিয়াক আহমেদ,চৌগাছা থানার এস আই বিকাশ চন্দ্রসরকার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.