Type to search

চৌগাছায় লকডাউনে উপজেলা প্রশাসনের শতর্কতা আরোপ

চৌগাছা

চৌগাছায় লকডাউনে উপজেলা প্রশাসনের শতর্কতা আরোপ

চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ যশোর চৌগাছায় লকডাউনের চতুর্থ দিনে ২মোটর সাইকেল আরোহীকে মুখে মাস্ক ও হেলমেন্ট না পরায় জরিমানা ও ১ টিচায়ের দোকানে স্বাস্থ্য বিধিমেনে চা না বেচায়জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যামান আদালত পরিছালনা করেজরিমানা করেন।৮মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১২.৩০মিঃ থেকে ৩ টা পর্যন্তলকডাউনের চতুর্থ দিনে বাজারের মাস্ক পরিধানর জন্য স্বাস্থ্য বিধিমেনে নিত্য প্রয়োজনীয় বেচকেনা জন্য সচেতনতা করেন।মাস্ক ও হেলমেন্ট না পরায় সেতু আহমেদ(২৮) ৩০০/= টাকা ও অলিয়ার রহমান(২৮) ২০০/= টাকা,চায়ের দোকান শাহীন আলম(২৮) স্বাস্থ্য বিধি না মেনে চা বিক্রয় করায় ৫০০/=টাকা জরিমানা করেন।লকডাউনের চতুথ দিনে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা এল জি ডি কর্মকতা প্রকৌশলী মুনছুর রহমান,প্রকল্প বাস্তবায়ন অফিসার ইশতিয়াক আহমেদ প্রমুখ।