
চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ চৌগাছায়লকডাউননে চতুর্থদিনে করোনা সংক্রমন টেকাতে প্রশসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখা গেছে লকডাউনে দোকান খোলার অপরাধে ২জনকে জরিমানা করা হয়।লকডাউন চতুর্থ দিনে দোকান খুলে বেচা কেনা করায় ২ জন আবুক্কার (২৫) সিফাত ফ্যাশান ৫০০/= টাকা ও আতিয়ার রহমান(৩৮) এ্যালুমিনিয়াম দোকান ৫০০/= টাকা জরিমানা করেন। প্রয়োজন ছাড়া কোনভাবেই বাড়ি বাইরে বের হওয়া যাবেনা।দফায় দফায় তারা অভিযান চালিয়েছেন। মাস্ক ব্যাবহারের সতর্কতা উদ্বুদ্ধকরণ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে লকডাউন চতুর্থ দিনে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,চৌগাছা থানার এস আই শুভেন্দুপ্রমুখ।

