শ্যামল দত্ত(যশোর) চৌগাছা : চৌগাছায় লকডাউনে করোনা সংক্রমন ঠেকাতে সারা দেশের ন্যয় ১৪ই এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১সপ্তাহ লকডাউন ও বন্ধ ঘোষনা করা হয়েছে সব সরকারী -বেসরকারি অফিস মার্কেট,বিপনিবিতান
গণপরিবহনও ব্যাংকিং প্রতিষ্ঠান।জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই বাড়ি বাইরে বের হওয়া যাবেনা। ১৪মার্চ রোজ বুধবারসকাল ৯ টা হতে দুপুর ২টা পযর্ন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উদ্যোগে শর্তসাপেক্ষ সার্বিক কার্যাবলী ও চলাচলের নিষেধাজ্ঞা আরোপ। স্বাস্থ্য বিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব ও ঔষাধ কেনা বেচাকরা। মাস্ক ব্যাবহারের শর্তকতা উদ্বুদ্ধকরণ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে লকডাউনে প্রথম দিনে উপস্থিত ছিলেন যশোর জেলা এডিশনাল এস পি তৈাহিদুল ইসলাম (পি পি এম),উপজেলা চেয়ারম্যান ড.মোস্তনিছুর রহমান,পৌর মেয়র নূর উদ্দির আল মামুন হিমেল, এসময় চৌগাছা থানা ওসি সাইফুল ইসলাম সবুজ নেতৃত্বে সু- সংগঠিতপুলিশ,উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার মোস্তফিজুর রহমান, ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইশতিয়াক আহমেদ,ব্যবসাযী সমিতির সাধারণ সম্পাদক হাজী ইবাদৎ হোসেনও যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডমিরাল আজিজুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.