শ্যামলদত্ত চৌগাছা যশোর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় রিসোর্স ম্যাপিং চাইল্ড এ্যাস্পউয়ামেন্ট প্রগ্রামের প্ররিচালনা পরিকল্পনা বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় আশরাফ ফাউন্ডেশনের নিচ কার্যালয় রিসোর্স ম্যাপিং চাইল্ড এ্যাস্পউয়ামেন্ড কর্মশালায় আশরাফ ফাউন্ডেশন এর নির্ভি পরিচালক রাসেল আশরাফির সভাপতি কর্মশালায় বক্তব্য দেন উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়নের সরকারি যুব উন্নয়ন অফিসার সুজা উদ্দিন,সাংবাদিক শ্যামক দত্ত,প্রধান শিক্ষক শওকত আলি, ইউনিয়ন সমাজকর্মী সাজ্জাদ হোসেম,অফিসের আশরাফ ফাউন্ডেশন এর সমন্বয়কারী নজরুল ইসলাম, ইউপি সদস্য মামুনুর রশিদ বকুল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.