চৌগাছায় যুব দিবাস পালিত-২০২০

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ ১ল নভেম্বার রোজ রবিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে, .মুজিব বর্ষের আহবান ” যুব কর্মসংস্থাপন,এ সোলগান সামনে রেখে জাতীয় যুব দিবাস পালিত হয়।যুব দিবাস উদ্যাপন উপলক্ষ্যে যুব সমাবেশ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার
প্রকৌশলী এনামুল হক সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন দেবাশীষ মিশ্র জয়,স্বগত বক্তব্য দেন সহ-কারী উপজেলা যুব অফিসার জাহাঙ্গির কবির,মৎস অফিসার এস এম সাহজাহান সিরাজ, উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন,উপজেলা প্রকল্প অফিসার ইসতিয়াক আহম্মেদ,উপজেলা সহ-কারী যুব অফিসার মোরশেদ আলম, অফিস সহকারী হেলাল উদ্দিন,অনুষ্ঠান শেষে যুব দিবাসে যুবকদের মাঝে ঋনের চেক বিতারন ও প্রশিক্ষ নেয়া যুবকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।