Type to search

চৌগাছায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

চৌগাছা

চৌগাছায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৯ মে) এ উপলক্ষে  উপজেলা পরিষদ হলরুমে দোয়া  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় এর সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম ও আনিচুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন। বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন  ।

আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোমিনুর রহমান মমিন, আজাদুর রহমান খান, এম শাহিন, হারুন অর রশিদ, খালিদুর রহমান টিটো, মাস্টার ফারুক, হাসেম আলী, আসিফ ইকবাল ভুট্টো, নূর মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা সাদেকুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম- আহবায়ক হাসান রেজা, এম এ করিম, ফিরোজ হোসেন, শফিউর রহমান রাথিক, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ বহমান বিপুল প্রমুখ।