চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় দেশী প্রজাতির মাছ চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার বুন্দলিতলা দক্ষিণ পাড়ায় স্থানীয় ২০ জন মৎস্য চাষীকে দেশীয় প্রজাতিরর মাছ চাষের উপর প্রশিক্ষণ দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহ্জাহান সিরাজ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, শৌভিক রায়, সুমন চৌধুরী, মাঠকর্মী হাবিবুর রহমান, মৎসচাষী মঞ্জুুরুল তোতা, সফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইমদাদুল ইসলাম, রাবিয়া খাতুন, শাহিনুর খাতুন, সাথী খাতুন, সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন সেবা প্রদান সম্পর্কে অবহিত করণ, পানি পরীক্ষা, মাছের ওজন নির্নয়, খাদ্য প্রদানের নিয়ম, দেশি মাছ চাষে উৎসাহ দানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.