Type to search

চৌগাছায় মৎস্যজীবি লীগের ঈদ উপহার বিতরণ

চৌগাছা

চৌগাছায় মৎস্যজীবি লীগের ঈদ উপহার বিতরণ

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় মৎস্যজীবি লীগের উদ্যোগে ২০০ গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় চৌগাছা সদর ইউনিয়ন পরিষদে এই উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষী আবুল কাশেমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক দেব মিত্র, সহ-সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, বাবুল আক্তার, সোবহানুল আলম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তৃষা আক্তার, বন ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য হাফিজুর রহমান, শামছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মৎস্যজীবি লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান, দলীয় ব্যবস্থাপনায় ২০০ গরীব ও দুঃস্থ মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে সেমাই, চিনি ও চাল প্রদান করা হয়েছে।