চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় এবার দিনে দুপুরে এক গার্মেন্টস শ্রমিকের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার দুপুরে শহরের কড়ইতলাস্থ ডিভাইন গার্মেন্টস লিমিটেডের শ্রমিক ডিএম সাইদুর রহমান বিপ্লবের পালসার মোটরসাইকেলটি গার্মেন্টেসের সামনের একটি মার্কেট থেকে চুরি যায়। এবিষয়ে তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।
সাইদুর রহমান বিপ্লব জানান, তিনি শহরের কড়ইতলাস্থ ডিভাইন গার্মেন্টস লিমিটেডে চাকরি করেন। গত ১০ জানুয়ারীর দিকে পালসার সিঙ্গেল ডিক্সের মোটরসাইকেলটি ক্রয় করেন। প্রতিদিনের মতো গার্মেন্টেসের সামনের রাস্তার বিপরীত পাশের একটি মার্কেটে মোটরসাইকেলটি রাখা ছিল। গার্মেন্টস ছুটির পর সেখানে আর মোটরসাইকেলটি পাননি। তিনি বলেন ডিভাইন গার্মেন্টসের সিসি ক্যামেরায় দেখা গেছে একজন যুবক প্রথমে মোটরসাইকেলটির সব লক খুলে রাখেন। কিছুক্ষণ পর গিয়ে সেটি নিয়ে তিনি চলে যাচ্ছেন।
বিপ্লবের সহোদর ও চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের (কয়ারপাড়া গ্রামের) ইউপি সদস্য মিজানুর রহমান মোবাইলে জানান, এ বিষয়ে সোমবার সন্ধ্যায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.