চৌগাছায় মুখে কচটেপ বাধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় পাট ক্ষেত থেকে মুখে কচটেপ বাধা অজ্ঞাত যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় লাশটির পরনে একটি কালো প্যান্ট থাকলেও গায়ে কোন জামা ছিল না। তার মুখের মাস্ক গলায় ঝুলানো এবং মুখ, নাক ও চোখে টেপ দিয়ে বাধা ছিল। এ রিপোর্ট লেখার সময় (বিকাল ৭টা) পুলিশ লাশটি উদ্ধার প্রক্রিয়ায় ছিল।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর মৌজার (মন্মথপুর) মাঠের মাঠের অমেদ আলীর পাটক্ষেতের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো মৃতের কোন পরিচয় পাওয়া যায়নি।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হবে।
এরআগে শনিবার উপজেলার কাবিলপুর গ্রাম থেকে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।