চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান ও চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সস্তান সংসদ চৌগাছা উপজেলা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সুখপুকুরিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভার আগে তিনটি সংগঠনের উদ্যোগে জাতীয় পতাকা হাতে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়। এছাড়াও সংগঠন তিনটির আয়োজনে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এদিন সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরী উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.