Type to search

চৌগাছায় মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানদের সাথে স্থানিয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনের মতবিনিময় সভা

চৌগাছা

চৌগাছায় মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানদের সাথে স্থানিয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনের মতবিনিময় সভা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের চৌগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপার এবং অধ্যক্ষগণের সাথে স্থানিয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সকাল উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়ের এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন বলেন শিক্ষক জাতির বিবেক, ছাত্র/ছাত্রী ভবিষ্যৎ তৈরি করার কারিগর আপনারা পারবেন ছাত্র-ছাত্রীর উজ্জল ভবিষ্যৎ তৈরি করতে। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ তৈরি করতে ভূমিকা পালন করবেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, ছাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী গোলাম মোস্তফা, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ সহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ ও দাখিল মাদ্রাসার সুপার উপস্থিত ছিলেন।