চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় শিপন ব্যাপারী (৪০) নামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া সাধারণ ওয়ার্ডের সদস্য। সোমবার রাতে কুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একই রাতে অপর দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম এবং পাতিবিলা ইউনিয়নের সাদিপুর পূর্বপাড়া গ্রামের সলেমানের মেয়ে শ্যামলি খাতুনকেও গ্রেপ্তার করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম জানান মেম্বার শিপন ব্যাপারীর বিরুদ্ধে ২০১৯ সালে চৌগাছা থানার ২৭ নং মামলায় গ্রেপ্তারি পরওয়ানা ছিল। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.