Type to search

চৌগাছায় মাদক বিরোধী অভিযানে ১৩ বোতল ভারতীয় মদ জব্দ

চৌগাছা

চৌগাছায় মাদক বিরোধী অভিযানে ১৩ বোতল ভারতীয় মদ জব্দ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় মাদক বিরোধী অভিযানে ১৩ বোতল ভারতীয় মদ ও পঞ্চাশ সিসির একটি মটর সাইকেল জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ঘটনার সাথে জড়িত অজ্ঞাত দুজন পলাতক রয়েছে।

মঙ্গলবার (২২ আক্টোবর) দুপুরে উপজেলারর দামুদার বটতলা এলাকায় চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে মদ ও মোটর সাইকেল জব্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দামুদার বটতলা এলাকায় অভিযান চালায়। এসময় একটি রেজিষ্ট্রেশনবিহীন ৫০ সিসির মোটর সাইকেলকে চ্যালেঞ্জ করে তারা। এতে ভয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে তাদেরকে ধাওয়া করেও আটক করতে ব্যার্থ হয় পুলিশ। তাদের ফেলে যাওয়া মোটর সাইকেল থেকে ১২ বোতল ভারতীয় মদ ও ১ বোতল বিয়ার উদ্ধার করেন। এবং ফেলে যাওয়া মোটর সাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলে জানান। এস আই সৌরভ জানান উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা পক্রিয়াধিন।