শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছা মহিলাদের নিয়ে তথ্য সেবা পওয়ার জন্য উঠন বৈঠক ।গতকাল বুধবার বেলা ১১ টার সমায় চৌগাছা তাহেরপুর দাশপাড়ায় তথ্য কেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা প্রদানের পাশাপাশি গ্রামীন তৃণমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক ও সেবাগ্রহীতাদের জন্য উঠান বৈঠক অনুষ্ঠত হয়। উঠন বৈঠকে তথ্য আপা প্রিংয়াংকা সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কাফী বিন কবির,তথ্য সহকারী রোজিনা খাতুন,শাহানারা আক্তার ঋতু,চৌগাছা প্রেসক্লাাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, অশ্রæমোচন থেকে রিংকি বাড়ৈ প্রমুখ।উঠন বৈঠকে ২৫ জন ঋষি সম্প্রদায়ের মহিল দের বিভিন্ন তথ্যসেবা পেতে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.