Type to search

চৌগাছায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চৌগাছা

চৌগাছায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠিত করা হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, চৌগাছা পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান। স্কুলের সিনিয়র শিক্ষক বাবুল আক্তারের পরিচালনায় বক্তৃতা করেন স্কুলের জমি দাতা আব্দুস সামাদ, হাসান মাহমুদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইউনুচ আলী, মাস্টার মমিনুর রহমান, শামছুন নাহার খান, সানোয়ার হোসেন, হযরত আলীসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।