Type to search

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পোল্ট্রিফিড ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পোল্ট্রিফিড ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রাগ লাইসেন্স ছাড়া গবাদিপশু ও হাস-মুরগীর ওষুধ বিক্রির অভিযোগে কৃষ্ণ পোল্ট্রি ফিডের সত্বাধিকারীর কাছ থেকে ২০ হাজার এবং লাইসেন্স ছাড়া গবাদিপশু ও হাস-মুরগীর খাবার বিক্রির অভিযোগে আরমান পোল্ট্রি ফিডের সত্বাধিকারীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌগাছা কামিল মাদরাসা সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এই জরিমানা আদায় করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ছাড়াও চৌগাছা থানার উপ-পরিদর্শক বিপ্লব সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২০১০ সালের পশুখাদ্য আইনের ২এর (৪) ধারায় ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।