চৌগাছায় ভ্যান ও নগদ অর্থ সহায়তা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় করোনায় ক্ষতিগ্রস্থ তিন ব্যক্তিকে একটি করে ভ্যান, ১২ ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার করে টাকা এবং ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১টি করে টিউবঅয়েল প্রদান বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া ছাত্রবৃত্তি ও চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) জুম্মার আগে উপজেলা জামায়াত ইসলামের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্থ এসব পরিবারকে সহায়তা দেয়া হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসহায়তা, ভ্যান, নগদ অর্থ ও টিউবঅয়েল মিলে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা সামাজিক সহায়তা হিসেবে দেয়া হয় বলে জানানো হয়। এসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা নূরুজ্জামান, সাংগঠনিক সেক্রেটারী মাস্টার ইমদাদুল হক, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক প্রমুখ।