শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছা মহান বিজয় দিবস ও স্বাধনিাতার সুর্বণ জয়ন্তী ও ব্লাড এইড ব্যাংক যশোর ২য় বর্ষপূর্তি উপলক্ষে ্এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত কাল সকাল ৯ থেকে বিকাল দুপুর ৩ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প টি বাদেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রসা অনুষ্ঠিত হয়। চৌগাছা নারায়নপুর ইউনিযন ১০০০ বেক্তি চিকিৎসা সেবা পেলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন অনুষ্ঠানে বøাড এইড যশোর স্বেচছাসেব সংগঠনের সভাপতি নাহিদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন চার্জ অফিসার ( সিনিয়র সহকারী সচিব) জেনাল সেটেলমেন্ট জোন যশোর হাসান হাবিব,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা,চৌগাছা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,যশোর ইবনে সিনা হাসপাতালের সিনিয়ার এসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন মুজাহিদুল ইসলাম নাভিদ ,ইবনে সিনা হাসপাতালের এসিস্ট্যান্ট নাবিব নেওয়াজ।অসহায় দুস্থ্য রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার সেবাদান করেন ডায়ািেটস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তাফিজুর রহমান মুকুল মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ জসীম উদ্দিন,চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন তুহিন, স্ত্রীরোগ-প্রসুতিবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ নূরজাহান খাতুন,ওরাল এন্ড ডেন্টাল সার্জেন ডাঃ আফসানা ফেরদৌসী । সার্বিক সহতা করেন প্রেসক্লাকের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত ,উপজেলা ছাত্র লীগ নেতা এইচ এম ফিরোজ বøাড এইড ব্যাংক যশোর এর উপদেষ্ঠ্যা আহরুন অর রশিদ,আখিনুর রহমান,বøাড এইড যশোরের সহ সভাপতি নাজমুস সাকিব , সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,যুগ্ন সম্পাদক ইয়াসিন আরাফাত ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ স্কুল ও কলেজের শিক্ষাথীরা সার্বিক সহতা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.