চৌগাছায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা ডা. সামসুর রহমান (৭২) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে রাত ৯ টায় এই সুর্যসন্তানের মৃত্যু হয়।
শুক্রবার গ্রামের ঈদগাহ মাঠে বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা কমিশনার (ভুমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জানাযা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সামসুর রহমান মৃত্যুকালে স্ত্রী, কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।