চৌগাছায় বি এন পি’র বিক্ষোভ সমাবেশ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানিয়ারী) বিকাল ৪টায় পৌর শহরের কাচামাল হাটে উপজেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সালাহউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিনা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সদস্য শরীফুদ্দৌলা ছোটলু, জেলা মহিলা বিএনপির সদস্য আলেয়া আফরোজ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুস আলী দফাদার, এম এ সালাম, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার ও সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, আরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম-আহবায়ক আবু বক্কর সহ বিএনপি যুবদল এবং ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।