শ্যামল দত্ত (যশোর) চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার আড়কান্দি গ্রামে। সে আড় কান্দিগ্রামের সুলতান হোসেনের মেয়ে ও কান্দি হাইস্কুলের ৬ ষষ্ঠ্য শ্রেণীর ছাত্রী।
মৃতের পিতা সুলতান হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় সে বাড়ীতেই ছিল। সাংসারিক কাজের জন্য প্রাই তার মায়ের সাথে মনোমালিন্য হতো। সম্প্রতি আমার আর একটি সন্তান হয়েছে। শিশুটিকে কোলে নিতে বললে সে তার মায়ের সাথে রাগা-রাগী করে। এতে ক্ষিপ্ত হয়ে তার মা তাকে বকা-ঝকা করে। মায়ের উপর অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সামিনা জেবিন জানান, বেলা ১১দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে তাকে ওয়াশ করে ওয়ার্ডে বেডে দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। যশোরের নেওয়ার পথে সে মারা যায়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.