চৌগাছায় বিশ্ব তামাক দিবস পালিত

ফয়সাল হোসেন
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা বিশ্ব তামাক দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সাংসদ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন এমপি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী,পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, এছারা উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ওবায়দুর রহমান সবুজ,হামিদ মল্লিক,আবুল কাসেম, নুরুল কদর, শাহিনুর রহমান শাহিন, মোমিনুর রহমান সহ সকল উপজেলা বিভিন্ন দপ্তারের অফিসার ও স্কুল – কলেজের প্রধান গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান
শেষ জন্ম ও মৃত্য নিবন্ধন বিগত সময়ে কাজ করেছেন তাদের কে সম্মাননা হিসাবে কেষ্টদেন প্রথম হয়েছে সিংঝুলীন ইউনিয়ন, দ্বিতীয় হয়েছেন পৌর সভা,তৃতীয় হয়েছেন চৌগাছা ইউনিয়ন।