চৌগাছায় বিদ্যুৎ পৃষ্ট স্কুল ছাত্রের মৃত্যু

শ্যামল দত্ত চৌগাছা ( যশোর)
যশোরের চৌগাছায় বিদ্যুৎ পৃষ্ট ইসলাফিল হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের ঘটনাটি ঘটেছে। নিহত ইসরাফিল নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও ভগবানপুর গ্রামের ইসাহক সরর্দারের ছেলে।
বুধবার সকালে নিহতের বড় ভাই আশিকুর রহমান চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের বলেন, গত রাতে ইসলাফিল বাড়ীর পাশে বন্ধুদের সাথে বিদ্যুতের আলোয় র্যাকেট খেলা করছিল। খেলা শেষে রাত ১১ টার দিকে খেলার নেট ও বিদ্যুতের বাল্প খুলতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসি। এখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া কামাল কর্না বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।