 
     চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম তাহেরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। নিহতের ভাই তরিকুল ইসলাম বলেন, শরিফুল ইসলাম কৃষি কাজ করতেন। বাড়ীতে জামাই-মেয়েরা বেড়াতে এসেছে। তারা ঘরের ভেতর থাকায় শরিফুল ইসলাম ঘরের বারান্দায় খাটের উপর একটি টেবিল ফ্যান চালিয়ে বসে। ছেড়া-কাটা তারের কারেণ ফ্যানের বডিতে বিদ্যুতায়িত হয়ে যায়। সে ফ্যানে হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে হয়। এ সময় সে ঘরের মেঝেতে পড়ে যায়। তার স্ত্রী দুলিয়া খাতুনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আমরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকৎসক সোহাগ বলেন, শরিফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যায়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম তাহেরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। নিহতের ভাই তরিকুল ইসলাম বলেন, শরিফুল ইসলাম কৃষি কাজ করতেন। বাড়ীতে জামাই-মেয়েরা বেড়াতে এসেছে। তারা ঘরের ভেতর থাকায় শরিফুল ইসলাম ঘরের বারান্দায় খাটের উপর একটি টেবিল ফ্যান চালিয়ে বসে। ছেড়া-কাটা তারের কারেণ ফ্যানের বডিতে বিদ্যুতায়িত হয়ে যায়। সে ফ্যানে হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে হয়। এ সময় সে ঘরের মেঝেতে পড়ে যায়। তার স্ত্রী দুলিয়া খাতুনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আমরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকৎসক সোহাগ বলেন, শরিফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যায়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.