শ্যামল দত্ত চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
চৌগাছায় বাল্য বিয়ে প্রতিরোধে কিশোনীদের মাঝে তথ্য কার্ড বিতারণ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ১০ সরদার পাড়ায় পৌরসভা প্রত্যন্ত অঞ্চলে ব্রাকের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির ৬নং পল্লি সমাজের কিশোরীদেরএ কার্ডপ্রদান করা হয়।বাল্য বিয়ে প্রতিরোধে তথ্য তথ্য কার্ডের শ্লোগান ছিল” মেয়ে আমার অহংকার আঠারোর আগে বিয়ে নয়।” জনসচেতনতায় ওই তথ্য কার্ড বিভিন্ন বাড়ীর ফটকে লাগানো হয়। তথ্য কার্ড বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলার সিদ্দিকুর রহমান,উপজেলা তথ্য অফিসের তথ্য আপা মোছাঃ আয়শা খাতুন,ব্রাকের এ ও সেলস কাকলী খাতুন,ব্রাকেরনাট্যকার আনন্দ বিশ্বাস সহ কিশোরীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে ৩ টায় চৌগাছা ইউনিয়ন দিঘেলসিংহ গ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.