শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ
চৌগাছ্য়া বাল্য বিবহ প্রতিরোধের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ২৭ অক্টোবার) বিকাল ৩ টায় পাচঁনমনা ২ নং পল্লি সমাজের উদ্যোগে ব্র্যাকের আয়োজনে বাল্য বিবহের প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠানে প্রধান শিক্ষাক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলার শাহিদুল ইসলাম, ব্র্যাকের এ ও ( এস ই এল পি) কাকলী আক্তার প্রমুখ। মিলন মেলায় ২০ জন পুরুষ,২০ জন নারী,১০ জন ডশশোর,১০ কিশোরী কে কুইজ,রচনা ,বিভিন্ন ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়দের মাঝে পুরস্কার বিতারণ করা হয়। একই দিনে ধুলিয়ানি ইউনিয়ন মুক্তারপুর গ্রামে বাল্য বিবহ প্রতিরোধে মিলন মেলা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মমিনুর ইসলাম।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.