
চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
চৌগাছায বাল্যবিবহ কে না বলি ¯েøাগান সামনে রেখে বাল্যবিয়ে প্রতিরোধে বিসষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৭ নভেম্বার ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভায় ব্র্র্যাকর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও ব্র্যাকের জেলা ব্যবস্থাপনা (সেলপ) শংকর রায় চৌধরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিযন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,হামিদ মল্লিক, আবুল কাশেম,এস এম মোমিনুর রহমান,মাসুদল হাছান,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ,শিক্ষা মাধ্যমিক অফিসার আবুল কালাম রফিকুজ্জামান,উপজেলা প্রাণী সম্পাদ অফিসার আনোয়ারুল করিম,উপজেলা এল জি ডি অফিসার রিয়াসাত ইমতিয়াজ এয়ারা উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী অফিসার কাকলী আক্তার প্রমুক।

