চৌগাছায় বাবার বাড়ি বেড়াতে এসে মেয়ের আত্মহত্যা
শ্যামল দত্ত চৌগাছা পৌর প্রতিনিধিঃযশোরের চৌগাছায় বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ওড়না পেচিয়ে চম্পা খাতুন (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের ইছাপুরে এ ঘটনা ঘটে৷ মৃত চম্পা যশোর ভেকুটিয়ার ফিরোজ হোসেনের স্ত্রী।
চম্পার বাবা আব্দুর রশিদ জানান, চম্পা খাতুনের ১ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এবং দুদিন আগে সে বেড়াতে এসেছে। মেয়ের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল বলেও জানিয়েছেন বাবা আব্দুর রশিদ।
মৃতের ভাই আবু তালেব হাসপাতালে সাংবাদিকদের জানান, হালকা বৃষ্টিতে ঘটনার দিন সবাই বারান্দায় বসে ছিল। বিকেল তিনটার দিকে ঘরের ভিতর থেকে শব্দ শুনতে পেয়ে ঘরে গিয়ে চম্পাকে ফ্যানের সাথে ঝুলতে দেখা যায়। এরপর তাকে নামিয়ে কিছুক্ষন হাটানো হয়৷ অবনতি বুঝলে তখন চৌগাছা হাসপাতালে নেয় স্বজনরা।
হাসপাতালে নিলে চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জ্বল কুমার সিকদার পরিক্ষা-নিরীক্ষা শেষে চম্পাকে মৃত ঘোষনা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.