চৌগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ১০১ তম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, কৃষি কর্মকর্তা সমরেন বিশ^াস, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, জগদীশপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের উদ্যোগে ৭ দিন ব্যাপি সুবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের স্টল প্রদান করা হয়েছে।