চৌগাছায় ফেন্সিগ্রিপ মদ সহ ভারতীয় নাগরিক আটক

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা থেকেঃ
যশোরের চৌগাছায় ৪৪ বোতল ফেন্সিগ্রিপ ও অফিসার চয়েস১বোতল মদ সহ ভারতীয় নাগরিক সুরজিৎ কুমার মিত্র (২৫)আটক করেছে বি জি পি। রবিবার (১জানুয়ারি) পাঁচপিটতলা বি জি বি ক্যাম্পের হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে বি জি বি সদস্যবৃন্দ ভোর ৫ টার সময় সীমান্ত কুলিয়া মাঠ মহি চাষযোগ্য জমি তে ভারতের নাগরিক ৪৪বোতল ফেন্সিগ্রিপ ও ভারতীয় মদ অফিসার চয়েজ ১ বোতল সহ গ্রামের বাড়ি বাগদা, থানা বাগদা,জেলা উত্তর চব্বিশ পরগনা, ভারত নাগরিক কে আটক করে। ভারতীয় নাগরিক দুপুর সময় চৌগাছা থানায় নিয়াসে।থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেম ফেন্সিগ্রিপ ও মদ সহ ভারতের নাগরিক আটক করা হয়েছে সত্যতা নিশ্চিত করেন। মাদকদ্রব্য আইন ও অবৈধভাবে প্রবেশ করায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।