চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ১১৪ বোতল ফেনসিডিলসহ মিকাইল হোসেন (২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রেজাউল হোসেনের ছেলে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আন্দুলিয়া বিওপির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আন্দুলিয়া সীমান্ত থেকে আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ তাঁকে আটক করে। পরে শুক্রবার সকালে ফেনসিডিলসহ তাঁকে চৌগাছা থানায় সোপর্দ করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মিকাইলকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.