চৌগাছায় প্রাথমিক শিক্ষকদের শোক দিবস পালন

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করেছে। রোববার সকালে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু করেন তারা। সেখান থেকে স্ব-স্ব বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নেন।
পরে বিকাল ৩টায় উপজেলা শিক্ষক ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে তারা।
আলোচনা সভায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মেহেদী আল মাসুদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের উপজেলা কমিটির সহ-সভাপতি মফিজুল আলম, জেসমিন আরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বিদুৎ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, রাবিয়া সুলতানা, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন অর রশীদ, অর্থ-সম্পাদক মুকুল হোসেন, নারী সম্পাদক প্রমীলা রাণি বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উজ্জ্বল হোসেন, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান, মোঃ কামাল, শরিফুল ইসলাম, মোঃ আরিফ, মোঃ মজনু রহমান, নয়ন, সুব্রত, আক্তার হোসেন, আব্দুস সালাম, মোঃ খবির হোসেন, জাহাঙ্গীর, জাহিদ, শাহাজামাল, সামনুর, সাদিয়া, আরজিনা খাতুন প্রমুখ।
এছাড়াও উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।