চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় পশু খাদ্য ও ডিমের দোকানে প্রাণী সম্পদের লাইসেন্স বিহীন ব্যবসা করার কারণে ভ্রাম্যান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। গত কাল বিকাল ৫টায় মুরগী হাটায় পশু খাদ্যও মুরগী খাদ্য ডিম দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে ২ জনের মোট ৪০০০/= টাকা আদায় করা হয়। জরিমানা আদায় মের্সাস ভাই ভাই ট্রেডার্স ডিম ভান্ডার দোকানের মালিক ফাইন রহমান(৩৮) কাছ থেকে ২০০০/= জরিমানা ও মেসার্স আরমান এন্টার প্রাইস দোকানের মালিক মনিরুজ্জামান (২৭) ২০০০/= টাকা ।উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়।এ সমায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার প্রভাষ চন্দ্র গৌস্বামী ও উপজেলা নির্বাহী অফিসের অফিস সহ-কারী জামির হোসেন। চৌগাছা থানার অসিার ইনচার্জ সাইফুল ইসলাম সহযোগীতা করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.