চৌগাছায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শন উদ্বোধন

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সারা বাংলাদেশ একযোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শন উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শন উদ্ধোধন করেন (চৌগাছা – ঝিকরগাছা) আসনের এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে সকাল সাড়ে ৯ টায় এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে ও এফ এ রাজীব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, হামিদ মল্লিক, মোমিনুর রহমান স্বাগত বক্তব্য দেন প্রাণী সম্পদ অফিসার আনারুল করিম, এছাড়া উপস্থিত ছিলেন কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, শিক্ষা অফিসার মোস্তাফিজ রহমান,যুব উন্নয়ন অফিসার সুভাষচন্দ্র চক্রবর্তী, প্রাণিসম্পদ সম্প্রসেশন অফিসার ডাঃ মাফুজুর রহমান,উপসহকারী প্রাণিসম্পদ শহর আলীসহ বিভিন্ন পশু পালনের খামারী ও কৃষক কৃষানি উপস্থিত ছিলেন।