চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে ২ যুবক আহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবক আহত হয়েছে। এবিষয়ে মঙ্গলবার রাতে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আলমগীর হোসেন ফিরোজ নামে এক ব্যক্তি। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
লিখিত অভিযোগে আলমগীর হোসেন ১২ জনের নাম উল্লেখ করে বলেন তাদের সাথে তার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জেরে উল্লেখিতরা তাকে কিছু দিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। সেই বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে তিনিসহ তার ভাতিজা ও বন্ধু ঝিনাইদহ জেলার বারোবাজার থেকে মাছ বিক্রি করে চৌগাছায় ফেরার পথে চৌগাছা-বারোবাজার সড়কের চৌগাছা থানাধীন রোস্তমপুর বাজারে পৌছালে আসামীরা আমাদের গতিরোধ করে তাদের হাতে থাকা বার্মিজ চাকু, গাছিদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আমার সাথে থাকা ভাতিজা শহরের কুঠিপাড়া গ্রামের শমসেরের ছেলে সোহাগ হোসেনকে (২৮) বুকের বামপাশের নিচে মেরে গুরুতর রক্তাক্ত করে। এসময় আমার বন্ধু শহরের পান্টিপাড়ার নারায়ন ঘোষের ছেলে সন্তোষ ঘোষ (৪৫) তাকে ঠেকাইতে গেলে তাকেও গাছি দা দিয়ে মাথায় কোপ মারিলে মাথাসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এসময় সোহগের শার্টের পকেটে থাকা ১১,০৫০/- ও সন্তোষের প্যান্টের পকেটে থাকা ১০,১২০/- টাকা নিয়ে নেয়। আমি দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করি। পরে স্থানীয়দের সহায়তায় আমার ভাইপো ও বন্ধুকে উদ্ধার করে চৌগাছা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আমার ভাইপোর অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করে আর আমার বন্ধু সন্তোষ ঘোষকে মাথায় সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি রাখে। সর্বশেষ জানা গেছে গুরুতর আহত সোহাগ হোসেনকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে খুলনা শেখ আবু নাসের হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার তৌহিদুজ্জামান বলেন সোহাগের অবস্থার অবনতি হওয়ায় রেফার্ড করা হয়েছে। আর সন্তোষকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই দেয়া লেগেছে। আর সোহাগের পেটের বাম দিকে মারাত্মক জখম হয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।