চৌগাছায় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।
অন্যান্যের মধ্যে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বাসমালিক সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক কামাল আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, হাসপাতালের চিকিৎসক, সেবক-সেবিকা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির সভাপতি নান্নু মিয়া, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।