চৌগাছায় পাতিবিলা ইউনিয়ন ইউপি সদস্য প্রার্থী ছেন্টু রহমানের গণ সংযোগ অব্যাহত

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকে
চৌগাছা পাতিবিলা ইউনিয়ন ম্বেবার পদপ্রার্থী মোরগ মার্কার গণসংযোগ অব্যাহত। গতকাল রোজ রবিবার ৭ নং পাতিবিলা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ছেন্টু রহমান মোরগ মার্কার দিন ব্যাপি মুক্তদাহ গ্রাম,বিশ্বনাথপুর গ্রামে ব্যাপক গণসংযোগ করেন । এ সমায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলু রহমান,যুবলীগ নেতা আইব হোসেন ,মুন্না হোসেন সহ স্থানিয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।