Type to search

চৌগাছায় পল্লী বিদ্যুৎ সমিতির ব্যর্থতায় জনদুর্ভোগ, সংস্কারের দাবি এবি পার্টির

চৌগাছা

চৌগাছায় পল্লী বিদ্যুৎ সমিতির ব্যর্থতায় জনদুর্ভোগ, সংস্কারের দাবি এবি পার্টির

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় পল্লী বিদ্যুৎ সমিতির সেবার নামে ভোগান্তির প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে)  বিকেল ৫টায় শহরের প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে লোডশেডিং ও বিদ্যুৎ সেবার নাজুক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, “চৌগাছার মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলা, যা এখন শিল্প ও ব্যবসার ক্ষেত্রে বিকাশমান, সেখানে দিনের পর দিন লোডশেডিংয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ, পল্লী বিদ্যুৎ সমিতির কোনও কর্মকর্তা, ডিজিএম, এজিএম বা অন্য কেউ এখন পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি কেন চৌগাছায় এমন বৈষম্যমূলক বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।”

তিনি আরও বলেন, “নিম্নমানের যন্ত্রপাতি ও সরঞ্জামের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে মিটার চার্জ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জসহ নানা খরচ আদায় করা হলেও প্রতিনিয়ত লোডশেডিংয়ে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।”

রিপন মাহমুদ অভিযোগ করে বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ বিতরণের দায়িত্ব পল্লী বিদ্যুৎ সমিতির হলেও প্রকৃত নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। লাইন নির্মাণ, মালামাল ক্রয় ও প্রকল্প বাস্তবায়নের পুরো দায় নিয়েছে বিআরইবি, অথচ জনসেবার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু সমিতির ওপর।

এ সময় তিনি আরও বলেন, “এই অদূরদর্শী ব্যবস্থার সংস্কার প্রয়োজন। বিআরইবি ও সমিতিকে একীভূত করে দায়বদ্ধ একটি কাঠামো গড়ে তোলা না হলে নাগরিক দুর্ভোগ অব্যাহত থাকবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির চৌগাছা উপজেলা নেতা নাসিম রেজা নাহিদ, সোহান আহমেদ, রইসূল এবং স্থানীয় নাগরিক তুষার।

বক্তারা বিদ্যুৎ খাতে জবাবদিহিতামূলক সংস্কার এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার জোর দাবি জানান।

Next Article

Next Up