চৌগাছায় পরিকল্পিপত ভাবে পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় শরিফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে রমিমের (২১) বিরুদ্ধে। নিহত শরিফুল উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা মাঠপাড়া গ্রামের আলীবক্সের ছেলে। ঘটনার পর রমিম পলাতক রয়েছে।
শনিবার (৮মার্চ) ভোর চারটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের দ্বিতীয় স্ত্রী হাছিনা খাতুনের অভিযোগ, ভোর রাতে সেহেরী খাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে তিনি বাথরুমে যান। সেখান থেকে স্বামীর চিৎকার শুনে ঘরে এসে দেখেন স্বামীর আগের স্ত্রীর ছেলে রোমেম তাকে এলোপাতাড়ি কুপাইতেছে। বাধা দিতে গেলে রমিম হাছিনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নিহত শরিফুল ২০২০ সালের শেষ দিকে নিজের ১২বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। এরপর মেয়েকে নিয়ে তার প্রথম স্ত্রী বাবার বাড়িতে চলে যান। তবে ছেলে রিমমকে বাবা রেখে দেন। ৩/৪ মাস আগে ছেলেকে বিয়ে দেন উপজেলার পুড়াপাড়া গ্রামে। তবে সেই স্ত্রীর সাথে গত ২০/২২ দিন আগে রিমমের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর গত ১৫দিন আগে রিমমের সৎ মায়ের বোনের মেয়ের (শরিফুলের বর্তমান স্ত্রীর বোনের) সাথে বিয়ে দেয় পরিবার। এসব পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছেলে রিমমের সাথে পিতা শরিফুলের দ্বন্দ্ব চলছিলো।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় শরিফুলের স্ত্রী বাদি হয়ে চৌগাছা থানায় মামলা করেছেন। নিহত শরিফুলের মরদেহের ময়নাতদন্ত চলছে। পলাতক ঘাতক ছেলেকে ধরতে অভিযান চলছে। শরিফুলের বিরুদ্ধে নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি এ পর্যন্ত।