শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ
যশোরের চৌগাছায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বারেই চলেছে। বিভিন্ন বাজারে দেদারসে বিক্রি হচেছ পলিথিন ব্যাগ। আইন প্রয়োগকারী সংস্থার তদারকি না থাকায় এসব ব্যাগ বিক্রি ও ব্যবহার দুটোই বেড়ে গেছে। ফলে অপচনশীল পলিথিন ব্যাগের কারণে পরিবেশের ক্ষতি হচেছ প্রতিনিয়ত। ২০০৪ সালে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ করা হয় । যাবতীয় পলিথিন ব্যাগের ব্যবহার ।ওই সময় পরিতেশ অধিদপ্তর এক বিজ্ঞাপন মাধ্যমে সব ধরনের পলিথিন ব্যাগের উৎপাদন ও বাজারজাতকরণ নিশিদ্ধ করা হয়।কিন্তু বর্তমান নিশিদ্ধ পলিথিন ব্যাগের যথেচছ বিক্রি ও ব্যবহার হচেছ।হাট-বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ছোট ছোট দোকানে। বাজারের মুদি দোকানদার বলেন জিনিসপত্র নিতে কেউ প্যাকেট আনেন না তখন পলিথিন ব্যাগ দেওয়া লাগে। পলিথিন ব্যাগ দিলে তো খরচ হয়।উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সমরেন বিশ্বাস বলেন তিনি বলেন এক টুকরা পলিথিন বিনষ্ট হতে সময় লাগে ৩০০ বছর। এ জমিতে পলিথিন থাকে সহজে পচে না । চাষ জগ্য জমিতে পলিথিন থাকলে মাঠির উর্বর শক্তি কুমে যায়। পলিথিন পরিবেশ বিপর্যয়ের দিকে এগোচেছ। পলিথিন ব্যবহার বন্ধ করা প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.