চৌগাছা(যশোর) থেকেঃ সোমবার দুপুর ১২টার সমায় হাকিমপুর ইউপি সদস্য বিলকিস আক্তারের বাড়িতে মহিলা বিষায়ক কর্মকতা পক্ষ থেকে শেখ হাসিনার বারর্তা নারী পুরুষ সমতা এই সেøাগান দিয়ে নারী ও শিশুর উপর সহিংসাতা ,বল্য বিবাহ,মাদক ও নারী পাচার প্রতিরোধ বিষয় উঠন বৈঠক অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষায়ক সম্পাদীকা নাজনিন নাহার পপি,বক্তব্য দেন উপজেলা মহিলা বিষায়ক কর্মকতা উম্মে ছালামা আক্তার,সমতা সমাজ কল্যাণ সংস্থা পক্ষ থেকে সাংবাদীক শ্যামল দত্ত,হাকিমপুর উইনিয়ান সচিব রুবেল হোসেন,ইউপি সদস্য বিলকিস আক্তার,মহিলা বিষয় অফিসের অফিস সহকারী আবুল কালাম আজাদ,
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.