Type to search

চৌগাছায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবের বঙ্গবন্ধু মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ

অন্যান্য

চৌগাছায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবের বঙ্গবন্ধু মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ

শ্যামল দত্ত চৌগাছা( যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান শপথের পরে বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন। বুধবার (১২ জুন) বিকাল ৩ টায় নব-নির্বাচিত উপজেলা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ শপথ পড়ান। সন্ধ্যা সাড়ে ৭ টায় চৌগাছা ভাস্কর্য মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু মুর ্যালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগদীশপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুর রহমান সবুজ, চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, নারায়নপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, স্বরুপদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বরূপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আকরামুল ইসলাম, হাসান রেজা, পৌর কাউন্সিলর সোহেল রানা উজ্জ্বল, সিদ্দিকুর রহমান, পৌর স্বেচছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন সহ উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।