চৌগাছায় (যশোর)প্রতিনি :চৌগাছা উদীচী শিল্পীগোষ্ঠী সংসদ উদ্যোগে নারির প্রতি সংহিতা ও ধর্ষণ প্রতিবাদে মানববন্ধন হয়।উপস্তিত হিসাবে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখার আহবায়ক ও মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম,যুগ্ন আহবায়ক শওকত আলী,উদীচী শিল্পীগোষ্ঠী সংসদে যুগ্ন আহবায়ক চৌগাছা প্রসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আমেদুল ইসলাম,সদস্য সাবেক চৌগাছা সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুর সালাম,সদস্য কবি শাহীন মাহবুব,সদস্য মামুন শামীম লিখন,আতিয়ার রহমান,শ্রী মতি প্রমিলা বালা প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন নারীর প্রতি সংহিতা ধর্ষণ জাতে আর না হয় সে জন্য নারী নির্যাতন কারী ও সবোর্চচ সাজা মৃত্যু দন্ড হক এ সোলগান বক্তারা বলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.