,চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের সততা স্টোরের ২০ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রতি দশ হাজার টাকা হারে নগদ ২লাখ টাকা বিতরন করা হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষেউপজেলা দর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুদকের সততা স্টোরের নগদ টাকা বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব চৌগাছার সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভা পতি সহ কারী অধ্যা পক ইয়াকুব আলী।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফি সার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি গুজ্ঞন বিশ্বাস,যশোর জেলার দুর্নী তি দমন কমি শনের সহকারী পরিচালক জালাল উদ্দীন, থা নার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজে লা মাধ্যমিক কর্মকর্তা আবুল কালাম মো: রফিকু জ্জামান, উপ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তমিজ উদ্দীন, প্রতিরো ধ কমিটির নের্তৃবৃন্দ, সাংবাদিক স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
এ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সুস্মি তা সাহা দুদকের সততা স্টোরের ২০ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার স্কুল প্রধানদের হাতে নগদ দশ হাজার টাকা করে মোট ২লাখ টাকা নগদ টাকা বিতরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.