শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় দুসন্তানের জননী ইসমতআরা (২৮) ধর্ষণের চেষ্টা ব্যার্থ হয়ে হত্যা করলো শশুর। শুক্রবার (৩০ শে জুন) গভীর রাতে পাতিবিলা ইউনিয়ান মুক্তদাহ গ্রামে এই দূঘর্টনা ঘটে। গৃহবধূ ইসমতআরা লাশ টি উদ্ধার করে থানা পুলিশ।দুর্ঘটনা স্পট থেকে ( ১)শশুর হত্যাকারী মৃত্য মহাজেলের ছেলে আনিছুর রহমান মোন্ডল (৬০),( ২)স্বামী আনিছুর রহমানের ছেলে মজনুর রহমান মন্ডল (৩২), শাশুড়ি আনিছুর রহমান মন্ডল স্ত্রী হালিমা বেগম (৫২) আটক করে থানার পুলিশ। ঘটনা বিবারণে জানা যায় ইসমতআরা স্বামীর স্বামী মজনুর রহমান মন্ডল শাশুড়ি হালিমা বেগম সহ দুই সন্তান রাব্বী (৫) ও ছাব্বীর (২) দাওয়াত খেতে গিয়েছিল মাড়ুয়া গ্রামে। সুযোগ সন্ধানী শশুর আনিছুর রহমান মন্ডল (৬০) গৃহবধূ বৌমাকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হলে। গৃহবধু গায়ের ওরনা দিয়ে পেছিয়ে স্বাশরোধ করে হত্যা করে।এর আগে শশুর গৃহবধূকে প্রস্তাব দিয়েছে। ইসমতআরা স্বামী কে জানালে কোন গুরুত্ব দেননি। শনিবার (১লা জুলায়) লাশ টি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। থানার তদন্ত ওসি জেল্লাল হোসেন বলেন গভীর রাতে গৃহবধূ ইসমতআর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। মৃত্য ইসমতআরা পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা নং ১ইংরেজি তাং ১ /৭/২৩।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.