Type to search

চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া ঘাসপোড়াম কীটনাশকে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট

অপরাধ

চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া ঘাসপোড়াম কীটনাশকে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ঘাসপোড়া কীটনাশক প্রয়োগ করে রহুল আমিন (৬০) নামের এক কৃষকের ৪বিঘা জমির পাট পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক। মঙ্গলবার (১৪ মে) গভীর রাতে উপজেলার পাতিবিলা ইউনিয়নের ঘোষপাড়া পদ্মবিল মাঠে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী কৃষক রুহুল আমিন পাতিবিলার আকবর আলীর ছেলে।

স্বরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক রুহুল আমিনের পুড়ে যাওয়া পাট ক্ষেতটি। প্রতিটা পাটগাছের আগা যেন পুড়ে গেছে। কৃষক রুহুল আমিন জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকালেও মাঠে পাট দেখতে আসেন তিনি। ক্ষেত থেকে বাসায় ফিরতে মাঝে মাঝে সন্ধ্যাও হয়ে যায়। পরদিন বুধবার বেলা ১১টার দিকে ক্ষেতে গেলে দেখা যায় কারা যেন ঘাসপোড়া দিয়ে সব পাট নষ্ট করে দিয়েছে। কৃষক রুহুল আমিন বলেন, ‘আমার কারও সাথে কোনো শত্রুতা নেই, আমি এর বিচার চাই’

পাটক্ষেতের পাশের আরেক কৃষক আলী হোসেন জানান, “বিষ দেওয়ার ঘটনা শুনে রুহুল আমিনের ক্ষেতে গিয়ে সব পাট নষ্ট অবস্থায় দেখতে পায়।” তিনি বলেন, মানুষের সাথে শত্রুতা থাকলেও এইভাবে কেউ প্রতিশোধ নেয়না!

এবিষয়ে জানতে পাতিবিলার ইউপি সদস্য খাইরুল ইসলামকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।