চৌগাছায় দু’দিনব্যাপি বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫জানুয়ারি) উপজেলা চত্বরে দুপুর ১ টায় এ মেলা সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ১৬ টি বিজ্ঞান ও প্রযুক্তি স্টল অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শেষ দিনের দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরনী এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা ভূমি সহকারী কমিশনারের গুঞ্জন বিশ্বাস, চৌগাছা সরকারি কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইনতিয়াজ, যুব উন্নয়ন অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী সহ স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।